নাফিসকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বন্ধু মাশরাফী

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২৪, ০১:২৬ এএম
নাফিসকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বন্ধু মাশরাফী

টি-২০ বিশ্বকাপ মিশন শেষে বিশ্রামে বাংলাদেশ দল। সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করেন নাফিস ইকবাল। দেশে ফেরার পর নিজ বাড়ি চট্টগ্রামে অবস্থান করছিলেন তিনি। আর সেখানেই হঠাৎ স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার হাসপাতালে আনা হয় শুক্রবার বিকালে। এরপর সন্ধ্যা গড়ানোর পর তাকে দেখতে হাসপাতালে ছুটে যান সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

হাসপাতাল থেকে বের হয়ে মাশরাফি জানান, এখন আবার ডাক্তার আসবে, যা দেখেছি আল্লাহর রহমতে ভালো আছে। যা দেখেছি সো ফার ভালো, এনজিওগ্রাম করছে ব্রেইনে। এর আগে বল লাগার কারণে ওর একটা প্লেট ছিল চোখে, সেজন্য এমআরআই করতে পারিনি। ব্রেন এনজিওগ্রাম সম্ভবত ওটা করেছে। 

এর আগে নাফিস ইকবালের মাইনর স্ট্রোক হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।

ইএইচ