প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছে ২০৬টি দেশ। ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন ১০ হাজার ৫০০ জন অ্যাথলেট।
মাঠের লড়াই শুরুর আগে সিন নদীতে বর্ণিল নৌকায় চড়ে ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হলেন প্যারিস অলিম্পিকে আগত অ্যাথলিট ও কর্মকর্তারা।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হয় প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। ৮৫টি নৌকায় আসেন সব দেশের অ্যাথলেটরা। হালকা বৃষ্টি প্যারিস অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। ১০১ অ্যাথলেট নিয়ে গ্রিস দলের অ্যাথলেটদের নৌকায় করে আসা দিয়ে মার্চ পাস্টের শুরু। একে একে আসতে থাকে দলগুলো। এক পর্যায়ে দেখা যায় বাংলাদেশ দলকে বহনকারী নৌকা।
লাল-সবুজের পতাকা এবার বহন করছেন সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা আর্চার মোহাম্মদ সাগর ইসলাম। সব মিলিয়ে বাংলাদেশের পাঁচ জন অ্যাথলেট অংশ নিচ্ছে প্যারিস অলিম্পিকসে। ‘ওয়াইল্ড কার্ড’ পাওয়া দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি, সোনিয়া খাতুনের সঙ্গে আছেন শুটার রবিউল ইসলাম ও স্প্রিন্টার ইমরানুর রহমান।
প্যারিস অলিম্পিকে ৩২টি ক্রীড়ার মোট ৩২৯টি ইভেন্টে ১০ হাজারেরও বেশি অ্যাথলিট লড়ছেন। আগামী ১১ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই বৈশ্বিক আসরের। যদিও শুরুর আগেই নানা ইস্যুতে সমালোচনায় পড়েছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা সব কিছু পেছনে ফেলে অলিম্পিক হবে উৎসবমুখর।
বিআরইউ