এবার আইসিসির সভা বসছে বাংলাদেশে

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪, ১১:৩৮ এএম
এবার আইসিসির সভা বসছে বাংলাদেশে

দীর্ঘ ১০ বছর পর আগামী অক্টোবরে বাংলাদেশে তৃতীয়বারের মতো বসতে যাচ্ছে আইসিসির বোর্ড সভা।

অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাংলাদেশে তৃতীয়বারের মতো আইসিসির সভা বসবে তখনই। 

এবারের সভার গুরুত্বটা একটু বেশি কারণ, আইসিসির আসন্ন নির্বাচনও হবে ঢাকাতেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, আইসিসির বর্তমান কমিটির সর্বশেষ সভা হবে এটি। সভায় মূল আলোচ্য বিষয় হবে আইসিসি নির্বাচন, আর্থিক কাঠামো ও ভবিষ্যৎ সফর পরিকল্পনা।

নাজমুল হাসান বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা।’ মূলত কলম্বোয় অনুষ্ঠিত আইসিসির সভা সম্পর্কেই কথা বলেছেন বিসিবি সভাপতি। আইসিসির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তাঁর শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’

বৈঠকটি বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা জানিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে, যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাস হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি পদে) যে-ই আসুক, আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন।’

ইএইচ