চট্টগ্রাম টেস্ট

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮ রান

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৫:২৬ পিএম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ  ৪ উইকেটে ৩৮ রান

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছে ৬ উইকেটে ৫৭৫ রান। সেই রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন(৪*) ও মুমিনুল হক(৬*)।

প্রথম ইনিংসে পিছিয়ে আছে ৫৩৭ রানে। দক্ষিণ আফ্রিকার ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনজন—ডি জর্জি, স্টাবস ও মুল্ডার। তাইজুল নিয়েছেন ৫ উইকেট।

‍‍`নাইটওয়াচম্যান‍‍` হিসেবে এসেছিলেন পেসার হাসান মাহমুদ। তাঁকে দেওয়া দায়িত্ব তিনি পালন করতে পারেননি। স্পিনার কেশব মহারাজের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন হাসান।

সাদমান–জাকিরের পর এবার আউট হলেন মাহমুদুল। ডেন প্যাটারসনের বলে ড্রাইভ খেলতে গিয়ে মার্করামের হাতে ক্যাচ দিয়েছেন এই ওপেনার।

আরও একবার ব্যর্থ জাকির। পাকিস্তান ও ভারত সফরের ৪ টেস্টের ৮ ইনিংসে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪০। মিরপুর টেস্টে তাই দল থেকে বাদও পড়েছিলেন। চট্টগ্রাম টেস্টে আবারও দলে ফেরেন। সুযোগ কাজে লাগাতে পারলেন না।

রাবাদার অফ স্টাম্পের বাইরে করা বলটিকে ব্যাক ফুট পাঞ্চ করতে চেয়েছিলেন জাকির। দিয়েছেন উইকেটকিপার হাতে ক্যাচ। আবার রিভিউও নষ্ট করেছেন।

আরএস