উৎসুক জনতার ভিড়ে ট্রফি নিয়ে মঞ্চে উঠতে দেরি ক্রিকেটারদের
মঞ্চে উঠতেই মাঠে উৎসুক জনতার মধ্যে হট্টোগোল
মঞ্চে জুতা ও ইট নিক্ষেপও করেন উৎসুক জনতা
চরম ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে যান মাঠে থাকা ভক্তরা
বিপিএলে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। স্বপ্নের ট্রফি বরিশালে আসবে এমন প্রত্যাশা ছিল সবার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো বরিশালবাসীর।
রোববার বিকালে বরিশাল বেলস্ পার্কের মঞ্চে দশ সহস্রাধিক দর্শকের সামনে বিপিএল’র চ্যাম্পিয়ন ট্রফি তুলে ধরেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
এ সময় দু’হাত উঁচিয়ে স্লোগান তোলে ক্রীড়ামোদী জনতা।
কথা ছিল দুপুর আড়াইটায় আসবেন ট্রফি নিয়ে বেলস্ পার্কে। কিন্তু মঞ্চে ট্রফি নিয়ে খোলোয়াররা আসেন তখন ঘড়ির কাটায় চারটা চল্লিশ। প্রিয় খেলোয়াড়দের দেখার জন্য তরুণদের মধ্যে বেশ উন্মাদনা ছিল। কেবল ট্রফি উঁচিয়ে চ্যাম্পিয়ন দলের খেলোয়াররা পাঁচ মিনিটের কম সময়ের মধ্যেই ফের তাদের বহন করা বাসে বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
সংক্ষেপিত হলেও দর্শকরা বলছেন, তারা অবশ্যই মুগ্ধ ও গৌরববোধ করেন পর পর দুবার ফরচুন বরিশাল বিপিএল ট্রফি পেয়েছে। ফাইনাল খেলার দিনের কথা মনে করে বলে, শেষ ওভারের ছক্কা চট্টগ্রামকে পরাজিত করে।
তবে, আমরা চাই ট্রফি লঞ্চে আসার কথা ছিল সে মোতাবেক আগামীতেও এমন করে চ্যাম্পিন হয়ে ফরচুন বরিশাল ট্রফি লঞ্চে করেই নিয়ে আসবে। তবে গত আসরে প্রথমবার শিরোপা জয়ের মাধ্যমে ইতিহাস তৈরি করলেও নানা কারণে শিরোপা নিয়ে বরিশাল ভ্রমণ সম্ভব হয়নি ফরচুন বরিশালের। তবে এবার আর বরিশালবাসীকে হতাশ করেনি ফরচুন বরিশাল।
বিপিএল শিরোপা নিয়ে বিমানের করে বরিশাল এসেছেন অধিনায়ক তামিম ইকবাল। তামিমরা বরিশাল বিমানবন্দর পৌঁছানোর পর লাখো ক্রীড়াপ্রেমী বিভিন্ন স্লোগানে স্বাগত জানায়। এরপর বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে বিকেল ৪টায় বরিশাল নগরীর বেলস পার্কে ভক্তদের মাঝে পৌঁছায় বিপিএল শিরোপা।
বরিশালের ক্রীড়াপ্রেমী রাব্বি বলেন, তামিম, মুশফিক, মাহামুদুল্লাকে এক নজর দেখতে সকাল থেকে বরিশাল বিমানবন্দর ও বেলপার্ক মাঠে জড়ো হয় আমার মত হাজারো মানুষ। সরাসরি বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি ও ফরচুন বরিশালের টিম দেখতে পেয়ে খুশি আমরা বরিশাল বাসীরা।
এ সময় বরিশাল বিভাগের ক্রীড়াপ্রেমীরা ভুভুজেলা, ঢোলসহ নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে জড়ো উল্লাস করতে থাকে। এরপর উৎসুক জনতার ভিড়ে ট্রফি নিয়ে মঞ্চে উঠতে দেরি হয় ক্রিকেটারদের। হাতে ট্রফি নিয়ে মঞ্চে উঠতেই মাঠে দর্শনার্থীদের মধ্যে হট্টোগোল শুরু হয় যায়।
একপর্যায়ে জনশ্রুত বেড়ে গেলে শুরু হয় ধাক্কা ধাক্কি। এছাড়াও মাঠে থাকা উৎসুক জনতার চেয়ার হাতে নিয়ে ছুড়ে ফেলেন মঞ্চের দিকে। অন্যদিকে থেকে জুতা ও পানি খালি বোতল এবং ইট নিক্ষেপও করেন উৎসুক জনতা। এসময় অনেকেই আহত হন। পরে উৎসুক জনতা উত্তেজনা দেখে শিরোপা নিয়ে ফিরে যান বিপিএলে দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হওয়া দল ফরচুন বরিশাল কর্তৃপক্ষরা।
এতে মাঠে থাকা ভক্তরা চরম ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে যান তারা।
ইএইচ