চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১০:২৮ পিএম
চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের ১ লক্ষ ৩০ হাজার দর্শককে চুপ করিয়ে ষষ্ঠ শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। এরপর গত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতকে বিধ্বস্ত করে অজিরা ফাইনালের লড়াই থেকে ভারতকে ছিটকে দিয়েছিল, যা নিয়ে ভারতীয় দর্শকদের মধ্যে ক্ষোভ ছিল। এবার সেই ক্ষোভের প্রতিশোধ নিতে ভারত সুযোগ পায়।

চলমান চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হয়ে ভারত ১১ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় লাভ করে এবং অপরাজিত থেকে ফাইনালে পৌঁছায়।

মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দেয়। ভারতের হয়ে শুভমান গিল ১১ বলে ৮ রান করে ফিরে গেলেও রোহিত শর্মা দুটি ক্যাচ ছুঁড়ে জীবন পেয়েছিলেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। তিনি ২৯ বলে ২৮ রান করেন।

শ্রেয়াস আইয়ারের সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি। ৬২ বলে ৪৫ রান করে আইয়ার আউট হন, তবে কোহলি ৫৩ বলে ফিফটি পূর্ণ করেন। ১৪ রানের আক্ষেপ নিয়ে কোহলি ফিরে গেলেও ৩০ বলে ২৭ রান করা অক্ষর প্যাটেলও আউট হন। এরপর হার্দিক পান্ডিয়া ২৪ বলে ২৮ রান করে ক্যাচ আউট হন।

শেষ পর্যন্ত জাদেজার ২ রান এবং লোকেশ রাহুলের ৩৪ বলের অপরাজিত ৪২ রানে ভারত ১১ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান ইলিস ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন, আর বেন ডারশুইস ও কোপার কোনোলি নেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ৯ রান করে কোপার ফিরে যাওয়ার পর ট্রাভিস হেড ৩৩ বলে ৩৯ রান করেন। তার পর লাবুশেন এবং স্মিথ দলের হাল ধরেন। লাবুশেন ৩৬ বলে ২৯ রান করে আউট হন। স্মিথ ৯৬ বলে ৭৩ রান করে বোল্ড আউট হন।

শেষ পর্যন্ত অ্যালেক্স ক্যারি ৪৮ বলে ফিফটি তুলে ৫৭ রান করে রান আউট হন। এরপর বাকি ব্যাটসম্যানরা রান সংগ্রহে ব্যর্থ হলে অস্ট্রেলিয়া ২৬৪ রানে অলআউট হয়ে যায়।

ইএইচ