সম্পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তামিম ইকবালের পরিবার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তামিমের পুরো আপডেট জানিয়ে দোয়া প্রার্থনা করা হয়।
বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ সকালে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) হৃদরোগে আক্রান্ত হন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য তাকে নিকটবর্তী কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে পরীক্ষা-নীরিক্ষায় তার হার্টে একটি ধমনিতে ব্লক ধরা পড়ে, যা দূর করার জন্য সফলভাবে এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তামিম ইকবালের চিকিৎসায় যে ত্বরিত পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিকেএসপি এবং কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল টিমের সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘খুবই সংকটময় পরিস্থিতি ছিল। এমন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সব চিকিৎসক এবং বিশেষজ্ঞদের প্রতি কৃতজ্ঞ। তামিমের অসুস্থতায় সারাদেশের মানুষ যেভাবে উদ্বেগ প্রকাশ করেছে, তাতে এটা প্রমাণিত তারা তামিকে কতটা ভালোবাসে এবং প্রশংসা করে।’
‘প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের সাথে ক্রমাগত যোগাযোগ করছে এবং তামিমের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট নিচ্ছে।’
‘বিসিবি তামিমের স্বাস্থ্যের বিষয়ে নিবিড়ভাবে নজর রাখছে এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তামিমের দ্রুত আরোগ্য নিশ্চিত করতে বোর্ড সব ধরনের সমর্থন ও সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’
‘বিসিবি বিনীতভাবে অনুরোধ করছে যে ভক্ত এবং দর্শকরা তামিমের অবস্থা সম্পর্কে জানতে যেন হাসপাতালে ভিড় না করেন। কারণ এটি হাসপাতালের চিকিৎসা এবং পরিসেবাগুলো ব্যাহত করতে পারে। পরবর্তী আপডেট যথাসময়ে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’
‘বিসিবি এবং তামিমের পরিবার তার সুস্থতার জন্য জাতির কাছে অব্যাহত দোয়া এবং আশীর্বাদ কামনা করছে।’
আরএস