পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০২:৫১ পিএম
পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল

আগামী ৫ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশকেও অংশ নিতে হবে। নিগার সুলতানা জ্যোতির দলের সামনে অবশ্য সুযোগ ছিল সরাসরি বিশ্বকাপে খেলার। তবে গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারায় বাছাইপর্ব খেলতে হচ্ছে টাইগ্রেসদের। আর সে লক্ষ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল।

আজ (বৃহস্পতিবার) সকাল সোয়া ১০টার ফ্লাইটে করে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ দল। এর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের প্রধান কোচ সারোয়ার ইমরান বলেন, ‘পাকিস্তানে পাঁচটা ম্যাচই আমরা জিততে চাই। সেখানে আমাদের সঙ্গে দুইটা শক্তিশালী দলের খেলা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকেও আমরা ছোট করে দেখছি না, তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই।’

গতকাল বুধবার দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন অধিনায়ক জ্যোতিও। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। সে তুলনায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কম, তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলে এসেছি। তাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড–স্কটল্যান্ডের সঙ্গে খেলব।’

৬ দলের এই বাছাইপর্ব থেকে সেরা দুটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। ১০ এপ্রিল বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে নামবে জ্যোতির দল। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়াল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।

বিআরইউ