আয়ারল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত জয় বাংলাদেশ নারী দলের

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১২:২২ এএম
আয়ারল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত জয় বাংলাদেশ নারী দলের

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে রিতু মনির অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ৮ বল হাতে রেখেই ২ উইকেটে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। শুরুতে বাংলাদেশের বোলারদের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায়।

চতুর্থ ওভারে ওপেনার সারাহ ফোর্বস রান আউটে কাটা পড়লে বাংলাদেশ প্রথম সাফল্য পায়। এরপর অধিনায়ক গ্যাবি লুইস ও এমি হান্টার দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ করেন। জান্নাতুল লুইসকে আউট করলে সেই জুটি ভাঙে। সোবহানা মোস্তারির সরাসরি থ্রোয়ে হান্টারও রান আউট হন।

পরবর্তীতে ওরলা প্রেন্ডারগাস্ট (৪১) ও লরা ডেলানি (৬৩) চতুর্থ উইকেটে ৭২ রানের জুটি গড়েন। রাবেয়া প্রেন্ডারগাস্টকে এলবিডব্লিউ এবং ফাহিমা ডেলানিকে স্টাম্পিংয়ে ফেরান। শেষ দিকে লিয়া পল (১৯) ও আর্লেন কেলি (২৪) দলের স্কোর বাড়ান।

বাংলাদেশের পক্ষে রাবেয়া সর্বোচ্চ ৩ উইকেট নেন, ফাহিমা ২ উইকেট এবং জান্নাতুল নেন ১ উইকেট।

২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিপদে পড়ে বাংলাদেশ। ফারজানা হক শূন্য রানে আউট হন এবং ওপেনার ইশমা তানজিমও ব্যর্থ হন (২)। এরপর শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতি তৃতীয় উইকেটে ৫২ রান যোগ করেন।

শারমিন (২৪) আউট হওয়ার পর নিগার আরও কিছুটা লড়াই করেন। ৬৮ বলে ৫১ রানের একটি লড়াকু ইনিংস খেলে তিনিও সাজঘরে ফেরেন। মাঝপথে সোবহানা মোস্তারি (৭), ফাহিমা খাতুন (২৮), জান্নাতুল ফেরদৌস (১৯) কিছুটা অবদান রাখলেও একপর্যায়ে বাংলাদেশ পড়ে চাপে।

৪১তম ওভারে ৪৮ বলে দরকার ছিল ৫১ রান, হাতে ৩ উইকেট। এমন চাপে পড়ে রাবেয়া মাত্র ১ রান করে আউট হলে ম্যাচ প্রায় বাংলাদেশের হাতছাড়া হতে বসেছিল।

সেই মুহূর্তেই দৃঢ়তা দেখান রিতু মনি। নাহিদা আক্তারকে সঙ্গে নিয়ে শেষ দিকে শীতল মাথায় খেলে যান। বাউন্ডারির চেষ্টায় সফল হয়ে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন তারা। দুজনে মিলে গড়েন ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি।

রিতু মনি তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি পূর্ণ করে ৬১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচ শেষে তাকে বিজয়ের নায়ক হিসেবেই বিবেচনা করা হয়।

এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল।

ইএইচ