ক্রীড়াঙ্গনে ম্যাচসেরার পুরস্কার হিসেবে অদ্ভুত সব জিনিস দেওয়ার প্রচলন জমে উঠেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচসেরার পুরস্কার হিসেবে হেয়ার ড্রায়ার এবং ট্রিমার দিতে দেখা গেছে। অবশ্য তারও আগে নরওয়ের ফুটবল ব্রাইন এফকে ম্যাচসেরার পুরস্কার হিসেবে নিত্যপণ্য প্রদানের প্রচলন শুরু করে।
নরওয়ের এই ফুটবল ক্লাব গত মাসে ম্যাচসেরার পুরস্কার দিয়েছিল চার ট্রে ডিম। এ মাসের শুরুতে দেওয়া হয়েছে কয়েক কার্টন দুধ। আর গত সোমবার রাতে ম্যাচসেরার হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি আস্ত ভেড়ার বাচ্চা!
এই পুরস্কার পেয়ে খুশিতে আটখানা ২৭ বছর বয়সি অ্যাক্সেল ক্রাইগার। সোমবার নরওয়ের শীর্ষ লিগ এলিটসেরিয়েনের ম্যাচে হেগসুন্দকে ৩–১ গোলে হারায় ব্রাইন। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ক্রাইগার। ৮৬ মিনিটে মাঠ ছাড়ার আগপর্যন্ত তিনি দারুণ খেলেন। সেটির পুরস্কার হিসেবে পেয়েছেন সাদা ফুটফুটে ভেড়ার বাচ্চা।
ব্রাইনের এসব পুরস্কার প্রদানের বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর কারণ নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন। জানা গেছে, ব্রাইন এফকে ম্যাচের সেরা খেলোয়াড়কে এমন পুরস্কার দিতে চাইছে যেন তিনি সারাজীবন সেই স্মৃতি মনে রাখেন। এ ছাড়া ক্লাবের ভক্ত, সমর্থক, অনুরাগীরাও যেন মোহিত হন। ব্যতিক্রমী পুরস্কার দেওয়ায় সবাই ওই খেলোয়াড়কে আলাদাভাবে চিনবে বলেও বিশ্বাস ক্লাবটির।
আরএস