দেশ ছেড়েছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২, ০৪:২৮ এএম
দেশ ছেড়েছে টাইগাররা

নতুন অধিনায়ক, নতুন কম্বিনেশন। সাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপে জ্বলে উঠবে বাংলাদেশ— এমনটাই প্রত্যাশা কোটি ক্রিকেট ভক্তের।

গতকাল মঙ্গলবার বিকালে নতুন মিশনে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তবে এ সফরে দলের সঙ্গী হতে পারেননি ওপেনার এনামুল হক বিজয় ও পেসার তাসকিন আহমেদ। ভিসা জটিলতায় বিমানে উঠতে পারেননি এই দুই ক্রিকেটার। দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে বুধবার দুবাইয়ের বিমান ধরবেন বিজয়-তাসকিন।

এছাড়া টিমবয় বুলবুলও একই কারণে যেতে পারেনননি দলের সঙ্গে। বিকাল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশ ছেড়েছে টাইগাররা। দুপুরের পর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মিলেছে একে একে সব ক্রিকেটারের। টার্মিনাল টু বিজনেস ক্লাস গেট দিয়ে প্রবেশ করেছেন তারা। তবে সবার চোখ ফাঁকি দিয়ে সাকিব আল হাসান ঢুকেছেন ভিআইপি গেট দিয়ে।

এদিকে গতকাল শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে যুক্ত হওয়া নাঈম শেখ সবার আগে পৌঁছে গেছেন দুবাইতে। সেন্ট লুসিয়া থেকে সিরিজ শেষ করেই ধরেছিলেন সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট। এশিয়া কাপ শুরু হবে আগামী ২৭ আগস্ট। গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১ তারিখ সাকিবরা মুখোমুখি হবে লঙ্কানদের।

দেশ ছাড়ার আগে শেষ মুহূর্তে বদল এসেছে বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফদের মাঝেও। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টির কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপে তাই হেড কোচ ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। এই টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন নবনিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

এশিয়া কাপের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ।