রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগসহ (আরএফআইডি) রেট্রো- রিফ্লেকটিভ নম্বরপ্লেট বা ডিজিটাল নম্বরপ্লেট মোটরযানে না লাগানো থাকলে ১ ফেব্রুয়ারি থেকে আইনি ব্যবস্থা নেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ।
গতকাল বৃহস্পতিবার বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব মোটরযানে আরএফআইডিসহ রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা বিধানের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ২০১২ সালের ৩১ অক্টোবর মোটরযানে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন কার্যক্রম উদ্বোধন করেন। এরই মধ্যে সরকার বিভিন্ন সেতুতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোলের জন্য একটি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে। আর এই টোল আদায়ে মোটরযানে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগ (আরএফআইডি) ব্যবহার করা হবে।
এতে আরও বলা হয়েছে, অনেক মোটরযান মালিক রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং আরএফআইডি ট্যাগ প্রস্তুতের পর মেসেজ পেয়েও বিআরটিএর সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে সেগুলো লাগাচ্ছে না। আবার কিছু মোটরযানে আরএফআইডিসহ রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট সংযোজন করা থাকলেও সেগুলো কাজ করে না। সে জন্য সেই নম্বরপ্লেটগুলো জরুরি প্রতিস্থাপন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। না হলে ১ ফেব্রুয়ারি থেকে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট মোটরযান মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।