খুলনার ফুলতলায় খেয়াঘাট ইজারা নিয়ে দ্বন্দ্বে ইজারাদারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে উপজেলার আলকা গ্রামের আইডিয়াল মোড়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম মিলন ফকির (৫০)। তিনি ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে। তিনি শিকিরহাট খেয়াঘাট ইজারা নিয়ে পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন মিলন ফকির। হঠাৎ একটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলে মিলন ফকির দৌড়ে স্থানীয় একটি দোকানে ঢুকে পড়েন। সেখানেও তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মিলন।
স্থানীয় লোকজন জানান, মিলন ফকির কয়েকজনের সঙ্গে ফুলতলার শিকিরহাট খেয়াঘাট ইজারা নিয়ে পরিচালনা করতেন। ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।