বিপিএলের নবম আসর মাতিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন স্পিনার তানভীর ইসলাম। প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ হয়নি। আজ শেষ ম্যাচে নাসুম আহমেদের জায়গায় সুযোগ পেয়েই বাজিমাত করলেন এই তরুণ। ইনিংসের প্রথম ওভারেই শিকার করলেন নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট।
তার প্রথম শিকার ফিল সল্ট। মিরপুর শের-ই-বাংলায় রান তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় বলেই ধাক্কা খায় ইংল্যান্ড। প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন ডেভিড মালান, এক বল পরই তানভীরের শিকার ফিল সল্ট। রাউন্ড দা উইকেট থেকে করা বলটা টার্ন করে বেরিয়ে যাচ্ছিল, ড্রাইভ করতে গিয়ে সল্ট ভারসাম্য হারিয়ে ফেলেন। এই সুযোগে তাকে স্টাম্পড করে দেন লিটন দাস। মিরপুরে আবার দেখা যায় তানভীরের সেই ট্রেডমার্ক উদ্যাপন।
উল্লেখ্য, এবারের বিপিএলে ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে হাসান মাহমুদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন তানভীর। এদিকে গতকাল মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৫৮ রান তুলেছে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
টিএইচ