দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন, কুমিল্লায় তিনজন, নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনা দুজন, রাজবাড়ীতে একজন, গাজীপুরের কাশিমপুরে একজন, মুন্সীগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় সকাল সাতটায়, সখীপুর থানার সামনের সড়কে নয়টায় এবং সখীপুর সাগরদিঘী সড়কের কুতুবপুর বাজার এলাকায় সকাল আটটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে আবু বকর, মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে জয়নুদ্দিন ও সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন খান। এর মধ্যে আবু বকর একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি মাছ আনার জন্য ঘাটাইলের জোরদীঘি এলাকায় যাচ্ছিলেন। সেখানে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।
পুলিশ জানায়, নিহত জয়েন উদ্দিনের বেয়াই মকবুল হোসেনের জানাযায় অংশ নেয়ার জন্য বাড়ি থেকে মাটরসাইকেলে উপজেলার কচুয়া গ্রামে আসছিলেন। সোমবার সখীপুর-ঢাকা সড়কের থানার সামনে এলে স্পিড বেকারে ধাক্কা খেয়ে জয়নুদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে নিহত মামুন খান ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকরি করতেন। রাতের দায়িত্ব (নাইট ডিউটি) পালন শেষে ভোর সাতটার দিকে বাড়ি ফেরার পথে সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় তিনি নিহত হন।
সখীপুর থানার ওসি জাকির হোসেন বলেন, পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হলেও দুজনের লাশ অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার সামনে ঘটা দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে থানায় আটক করা হয়েছে।
কুমিল্লা : কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহীর মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মো. আহাদ, বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন এবং আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গত রোববার দিবাগত রাতে আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাতে পালপাড়া এলাকায় এলে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ওসি বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।
নাটোর : নাটোরে ২টি পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৬ জন। গতকাল সোমবার সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অপর বালু বোঝাই ড্রাম ট্রাকের চালক হুসাইনের মৃত্যু হয়। অপর দুর্ঘটনায় নাটোর-রাজশাহী মহসড়কের চাঁনপুর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় বুদ্ধি প্রতিবন্ধী অজ্ঞাত এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। নিহত ট্রাক চালক হুসাইন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকার মৃত ছিদ্দিক বিশ্বাসের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক সাদ্দাম হুসাইন জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে ঘনকুয়াশায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় একটি ট্রাক উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় সড়কের উভয় দিকের তিনটি তিনটি করে ৬টি ট্রাকের সংঘর্ষ হয়। এতে চালকসহ অন্তত ৬/৭জন আহত হয়। জেলা ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক বালু বোঝাই ড্রাম ট্রাকের চালক হুসাইনকে মৃত ঘোষণা করে।
অপরদিকে নাটোর-রাজশাহী মহসড়কের চাঁনপুর এলাকায় ভোরে অজ্ঞাত গাড়ীর চাপায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছে বলে জানান পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক ফিরোজ হোসেন।
রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় সমিল এলাকায় বাসচাপায় মালেক মোল্যা নামে এক যুবক মারা গেছেন। তিনি সদর উপজেলার ধুলদী জয়পুর গ্রামের হাবিবুর রহমান ওরফে হবি মোল্যার ছেলে। গতকাল সোমবার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মালেক মোল্যা সড়ক পার হওয়ার সময় রাবেয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম জানান, দুর্ঘটনায় প্রাণহানির পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কাশিমপুর (গাজীপুর) : গাজীপুরের কাশিমপুরে ইব্রাহিম মার্কেট থেকে সুলতান মার্কেট আঞ্চলিক সড়কে সিমেন্ট ভর্তি ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে এক সাইকেল আরোহী স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার মহানগরীর কাশিমপুরের ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ মডেল মাদ্রাসা সংলগ্ন এলাকায় মোমেনা এন্টারপ্রাইজের সামনের পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রাজ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত কাশিমপুরের সারদাগঞ্জ সাইফুল হুজুরের ভাড়াটিয়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করে সারদাগঞ্জ আইডিয়াল স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা চালিয়ে আসছিলেন। এবিষয়ে কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাঁসাড়া হাইওয়ে এসআই আতিকুর রহমান বলেন, গতকাল সোমবার এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশায় কারণে পণ্যবাহী কাভার্ডভ্যানটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হন। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।