৭ বছর প্রতীক্ষার পর মা-ছেলের উষ্ণ আলিঙ্গন

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ১১:০৫ পিএম
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া
  • নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান তারেক রহমান
  • শাশুড়িকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুবাইদা রহমান
  • মুহূর্তের মধ্যে লন্ডনের দৃশ্য ছড়িয়ে পড়ে বিশ্বময়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। এই সফরের মধ্য দিয়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে সাড়ে সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হলো। 

গতকাল বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

বিএনপির মিডিয়া সেল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে লন্ডন ক্লিনিকে। বিএনপি চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে গিয়েছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি। 

গত মঙ্গলবার রাত ১১টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছাড়ে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি; যেটি কাতারের দোহায় বিরতির পর স্থানীয় সময় সকালে লন্ডনে পৌঁছায়। দীর্ঘ দেড় দশক রাজনৈতিক নানা ঘাত-প্রতিঘাতের বলি হয়ে দীর্ঘ সময় মায়ের স্নেহ-ভালোবাসা ও সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দূর পরবাসে বসে হয়ত মায়ের সেই আদর-শাসন এত দিন মিস করেছেন। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। মুহূর্তেই সেখানে আবেগঘন মধুর পরিবেশ সৃষ্টি হয়। মাকে জড়িয়ে ধরতে পারার অধিকার থেকে বঞ্চিত থাকার দুঃখ হয়তো খানিকের জন্য ভুলে গিয়েছিলেন তিনি।

 এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন। এদিকে হিথ্রো বিমান বন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেন। এরপর তারেক রহমান পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে নিজেই ড্রাইভ করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। 

এ সময় বিমানবন্দরের বাইরে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। 

লন্ডনের যে দৃশ্য ছড়িয়ে পড়েছে বিশ্বময় : উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আবেগঘন মুহূর্তের ছবি খুব দ্রুত ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় তারেক রহমানকে হাস্যোজ্জ্বল দেখা যায়। মা-ছেলের এই মধুর মুহূর্ত এক

আবেগঘন পরিবেশ তৈরি করে। এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ হলো। বাংলাদেশের জনগণও এই মিলনমেলাকে স্মৃতিময় করে রাখতে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছেন। 

জব্বার আল নাঈম লিখেছেন, ‘৭ বছর ছয় মাস পর মায়ের সঙ্গে দেখা! অথচ কত কতবার মৃত্যুর পর্যায়ে চলে গিয়েছিলেন খালেদা জিয়া। ফিরে এসেছেন, দেশটাকে নতুন করে দেখবেন বলেই। পুত্রের সঙ্গে দেখা করবেন বলেই। প্রেম অমর হোক।’ 

কামাল হোসাইন শাহরিয়ার লিখেছেন, ‘মায়ের স্পর্শ সন্তানের পাহাড়সম দুশ্চিন্তাকেও নিমেষেই ভ্যানিশ করে দেয়। মহান আল্লাহ এক বিশেষ যত্ন দিয়েই এই মা-সন্তান সম্পর্ক নির্মিত করেছেন। মা-ছেলে সব সময় অপার্থিব রত্ন। রাজনীতির চোখে যা ধরা যায় না।’ খাজা মাহাদী শিকদার লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশ। মা-শাশুড়ির মিলনমেলা। পারিবারিক জীবন আসলেই সুন্দর।’

নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান : উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে নিয়ে যান বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে (রেঞ্জ রোভার) খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছেন তারেক রহমান। তার পাশের সিটে বসে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আর পেছনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। 

শাশুড়িকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুবাইদা রহমান: উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৌঁছালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।