আজ শেষ হচ্ছে শেষ ধাপের ইজতেমা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১২:১৪ এএম
আজ শেষ হচ্ছে শেষ ধাপের ইজতেমা


হ    বিশ্ব ইজতেমায় ৪৯ দেশের ১,৪৪৯ বিদেশি মেহমান
হ    খিত্তায় খিত্তায় চলছে তাবলিগের বিভিন্ন বিষয়ের ওপর তালিম
হ    ইজতেমায় এক মুসল্লির মৃত্যু
হ    বিশ্ব ইজতেমায় হামলার হুমকি, যুবলীগ নেতা আটক

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে পবিত্র শবেবরাতের আমেজে চলছে তৃতীয় ধাপের ইজতেমার কার্যক্রম। ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের এই ইজতেমা আজ রোববার আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে। গতকাল শনিবার ফজরের নামাজের পর ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর চলছে বয়ান ও তালিম।
মাওলানা সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘বিগত বছরগুলো থেকে আমাদের এবারের ইজতেমা একটু ভিন্ন। এবার ইজতেমায় আমরা শবেবরাত পেয়েছি। অধিকাংশ মুসল্লিই গতকাল রোজা রেখেছেন। ফজরের নামাজের পর থেকে ধাপে ধাপে মুরব্বিদের বয়ান চলে। মুসল্লিরা রোজা রাখার পাশাপাশি বয়ান শুনেন। বয়ানের মাঝখানে তালিমের পাশাপাশি বিভিন্ন ইবাদতে সময় পার করেন।’
গতকাল দুপুর ১২টার দিকে সরেজমিন দেখা যায়, তুরাগতীরের বিশাল ইজতেমা মাঠে হাজারো মুসল্লির সমাগম। মুসল্লিরা অবস্থান করছেন বাঁশ ও চটের তৈরি শামিয়ানার নিচে। ফজরের নামাজের পর শুরু হওয়া আমবয়ান শেষ হয় সকাল ১০টায়। এরপর থেকে খিত্তায় খিত্তায় চলে তাবলিগের বিভিন্ন বিষয়ের ওপর তালিম। বেশির ভাগ মুসল্লি রোজা রাখায় মাঠে সেভাবে রান্নাবান্নার ব্যস্ততা নেই।
কথা হয় কুড়িগ্রামের রৌমারী উপজেলার তাবলিগের সাথি মো. হাসান আলীর সঙ্গে। তিনি শবেবরাতের রোজা রেখেছেন। তালিমের ফাঁকে একটি ইসলামি বই পড়ছিলেন তিনি। হাসান আলী বলেন, ‘আমি প্রায় ১৭ বছর ধরে তাবলিগের সাথি হয়ে ইজতেমায় আসি। কিন্তু এবারই প্রথম ইজতেমার মাঝে শবেবরাতের রোজা পড়েছে। রাতে সব মুসল্লিরা একসঙ্গে নামাজ পড়েছি। আজ আবার একসঙ্গে রোজা রেখেছি। এটা অন্য রকম আনন্দ। পুরো মাঠে একধরনের আমেজ বিরাজ করছে।’
তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারই প্রথম তিন ধাপে ইজতেমা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়েরের অনুসারীরা। এরপর তৃতীয় ধাপে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয় ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা। এ ইজতেমা আজ মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
৪৯ দেশের ১,৪৪৯ বিদেশি মেহমান : ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন ছিল গতকাল। এতে দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি অংশ নেন বিদেশিরা। গতকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত ৪৯ দেশের ১,৪৪৯ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হন। বিশ্ব ইজতেমার আয়োজক নিজামুদ্দিন অনুসারী তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আরব থেকে ৮৯ জন, পশ্চিমবঙ্গ থেকে ২৬৪ জন, পাকিস্তান থেকে ৪২৬ জন ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়া ৫১৭ জন ইংলিশ ভাষাভাষী এবং ছাত্র ও প্রবাসীসহ মোট এক হাজার ৪৪৯ জন বিদেশি মেহমান ইজতেমায় অংশ নিয়েছেন। 
আগত বিদেশিদের সবচেয়ে বেশি রয়েছে ভারতের ৬৫৮। এরপর ইন্দোনেশিয়ার ২৬৭ জন। এছাড়া অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, কম্বোডিয়া, কানাডা, চায়না, ফিজি, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মরক্কো, মিয়ানমার, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলংকা, সুদান, থাইল্যান্ড, তিউনেশিয়া, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ইয়েমেন অন্যতম।
এদিকে বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ইজতেমা প্রশাসন। তাদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। খিত্তার পাশে পুলিশ-র্যাবসহ সমস্ত বাহিনীর উপ-নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। তাদের থাকা, খাওয়া, যাওয়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে গতকাল বাদ ফজর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ (দিল্লি নিজামউদ্দিন), তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় তালিমের মওজু (ফজিলত ও আদব) মুফতি ইয়াকুব (নিজামুদ্দিন)। ১০টা থেকে খিত্তায় খিত্তায় তালিম হয়। জোহরের নামাজের পর বয়ান করেন আরব মেহমান, তরজমা করবেন মাওলানা মোস্তফা খলিল। আছরের পরে বয়ান করেন হাফেজ মঞ্জুর (নিজামুদ্দিন), তরজমা করেন মাওলানার রুহুল আমিন।
ইজতেমায় এক মুসল্লির মৃত্যু : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে শ্বাসকষ্টজনিত কারণে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মুসল্লি নাজমুল হোসেন (৭৫) বগুড়ার শেরপুর উপজেলার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবুর পণ্ডিতের ছেলে। ইজতেমার মাঠে তিনি খিত্তা-৭২-এ অবস্থান করছিলেন। তার সঙ্গে থাকা মুসল্লি রহমত আলী জানান, নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। ইজতেমার ময়দানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, নিহতের গোসলসহ আনুষঙ্গিক কাজ শেষে ময়দানে জানাজা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এ নিয়ে এখন পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
বিশ্ব ইজতেমায় হামলার হুমকি, সাবেক যুবলীগ নেতা আটক : বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম রনি সরকার (৩৮)। তিনি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে। গতকাল শনিবার বেলা ১১টায় টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজতেমায় হামলার হুমকি দেয়া এক ব্যক্তিকে আমরা আটক করেছি। আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন বাজারের পাশ থেকে রনি সরকারকে আটক করা হয়। এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, ইজতেমায় হামলার হুমকি দেয়া ওই ব্যক্তি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক (নিজামুদ্দিন অনুসারী) মোহাম্মদ সায়েম বলেন, ইজতেমার মুসল্লিদের সংখ্যা কমানোর উদ্দেশ্যে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে। আমরা মুসল্লিদের আশ্বস্ত করতে চাই যে, ইজতেমা নির্বিঘ্নেই চলছে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত শুক্রবার শবেবরাতে লাখ লাখ মুসল্লি ইবাদত করেছেন, কেউ যেন কোনো গুজবে কান না দেন।