অপ্রীতিকর ঘটনায় ছাত্রদলকে জড়ানো দুরভিসন্ধিমূলক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১২:২৩ এএম
অপ্রীতিকর ঘটনায় ছাত্রদলকে জড়ানো দুরভিসন্ধিমূলক

দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই ছাত্রদলকে দোষারোপ করা হচ্ছে জানিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তারা বলেছেন, এরূপ দোষারোপ করার বিষয়টি দুরভিসন্ধিমূলক। 

গতকাল শুক্রবার বিকাল তিনটায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স রুমে সমসাময়িক বিষয় নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তারা।

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম কর্তৃক ছাত্রদলের ওপর দোষ চাপানোর নিন্দা ও প্রতিবাদ’ শিরোনামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নেতারা বলেন, আমরা লক্ষ্য করছি বাংলাদেশের কোনো শিক্ষাঙ্গণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ছাত্রদলের নাম জড়িয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে। ছাত্রদলকে দোষারোপ করা হচ্ছে। অথবা বিভিন্ন মহল থেকে সেখানে ছাত্রদলের নাম ব্যবহার করা হচ্ছে। 

তারা বলেন, ৫ আগস্টের পর ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতির প্রচলন করেছে। সাধারণ শিক্ষার্থীরা এই ইতিবাচক রাজনীতিকে যেভাবে গ্রহণ করছে, কিন্তু কিছু সংগঠন ছাত্রদলকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করছে।

লিখিত বক্তব্যে সভাপতি রাকিবুল ইসলাম গত ৫ মার্চ এনসিপি নেতা সারজিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি তুলে ধরেন।

এই ঘটনায় ছাত্রদলের নাম জড়ানোর বিষয়ে তিনি বলেন, যেকোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা আমরা লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। 

কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই তাতে ছাত্রদলের নাম জড়ানোর প্রবণতা থেকে বের হয়ে আসতে নেতারা সবার প্রতি আহ্বান জানান।