Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন!

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩০, ২০২৩, ০৩:৩৩ পিএম


প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন!
ছবি: সংগৃহীত

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নারীকে খুন করেছেন এক লেবানিজ যুবক। শুক্রবার দেশটির ঝাহলিতে এ ঘটনা ঘটে। খবর আল আরাবিয়া।

ওই যুবকের নাম শিবল আবু নাজেম। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মারিয়া হাতি নামে এক নারীর মাথায় গুলি চালিয়ে খুন করেন তিনি। একটি রেস্টুরেন্টের কাছে এ ঘটনা ঘটে। ওই নারীকে গুলি করার পর নিজের ওপরও গুলি চালায় যুবক। এর পরই তাদের হাসপাতালে নেওয়া হয়।

ওই যুবকের বন্ধু মনা আল হুররাকে জানায়, মারিয়া হাতি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তা মেনে নিতে পারেনি আবু নাজেম। কারণ সে তাকে বিয়ে করার জন্যই প্রেমের প্রস্তাব দেয়।

মনা আরও জানায়, ওই নারী বিয়ে হয়েছে এবং তার একটি কন্যাসন্তানও রয়েছে। এ জন্য সে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

অন্য আর এক বন্ধু ইল বলেন, আবু নাজেম ওই নারীকে হত্যা করার হুমকি দেয়। এ জন্য সে ১০ দিন আগে থেকেই ওই নারীর পিছু নেয়। 

আরএস

Link copied!