Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

পদ্মায় ফেরি চলাচল বন্ধ

মো. মাসুম বিল্লাহ

জুন ২১, ২০২২, ০৮:১০ পিএম


পদ্মায় ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে তীব্র স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

মঙ্গলবার (২১ জুন) রাত ৭টায় বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের করে দেয়।

এ তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক ফয়সাল হোসেন জানান, পদ্মায় তীব্র স্রোত থাকায় ও নৌ-পথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফেরি চলাচল শুরু হবে।

বৈরী আবহাওয়ার কারণে গত দুইদিন ধরে সন্ধ্যার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হচ্ছে।

ইএফ

Link copied!