Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ছোট বেলার ঈদের আনন্দ অনুভব করছেন তথ্যমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জুন ২৫, ২০২২, ১০:৫৮ এএম


ছোট বেলার ঈদের আনন্দ অনুভব করছেন তথ্যমন্ত্রী

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ছোট বেলার ঈদের আনন্দ অনুভব করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ছোট বেলায় ঈদের আনন্দ যেমনটা হতো, আজ অনুভূতিটা ঠিক সে রকম। তার চেয়েও বেশি। সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করে শেখ হাসিনা আজ পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছেন।

তিনি বলেন, পদ্মা সেতু বাস্তবায়িত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তানের প্রধানমন্ত্রীও অভিনন্দন জানালেও বিএনপি অভিনন্দন জানাতে পারেনি, যা দুঃখজনক। সারাদেশের মানুষ পদ্মা সেতু হওয়াতে খুশি হলেও বিএনপি খুশি হয়নি।

ড. হাছান মাহমুদ বলেন, যারা এক সময় পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, তারা আজ লজ্জিত। যারা একটা সময় পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল, তারাও কিন্তু আজ উল্লাসিত।

Link copied!