Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারে নতুন শর্ত

মো. মাসুম বিল্লাহ

জুন ২৮, ২০২২, ০২:১৬ পিএম


পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারে নতুন শর্ত

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানিয়েছেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার নিয়ে নতুন শর্ত আরোপের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শর্ত অনুযায়ী, সেতু দিয়ে মোটরসাইকেল বহন করা যাবে। কিন্তু চলাচল বন্ধই থাকবে।

মঙ্গলবার (২৮ জুন) নতুন এ সিদ্ধান্তের কথা জানান তিনি। 

তিনি জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে। তবে ট্রাক কিংবা পিক-আপ ভ্যানে করে পণ্য হিসেবে পরিবহনের সুযোগ রয়েছে।

আমরা এ ধরনের বাহনে মোটরসাইকেল ও তার মালিক বা চালককে সঙ্গে যেতে দিচ্ছি না। কারণ হিসেবে তিনি বলেন, এভাবে যেতে দিলে মালিক বা চালকরা মোটরসাইকেল নিয়ে সেতুতে নামার সুযোগ পাবে।

আমারসংবাদ/এবি

Link copied!