Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে ঝরেছে স্বস্তির বৃষ্টি

মো. মাসুম বিল্লাহ

জুন ২৯, ২০২২, ০২:৪১ পিএম


রাজধানীতে ঝরেছে স্বস্তির বৃষ্টি

কয়েক দিনের টানা খরতাপের পর  হঠাৎ স্বস্তির বৃষ্টি ঝরেছে রাজধানীতে।

বুধবার (২৯ জুন) দুপুর ১টা নাগাদ রাজধানীতে ঝুমবৃষ্টি নামে। এতে বিপাকে পড়েন খোলা জায়গায় ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা গেছে, কিছু-কিছু জায়গায় বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ বছর আষাঢ় মাসের প্রায় অর্ধেক পেরিয়ে গেলেও এখনো সে অনুপাতে বৃষ্টি হয়নি। ফলে, হঠাৎ বৃষ্টিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে অনেককেই। ভিজতে দেখা গেছে বিভিন্ন বয়সী মানুষকে।

আমারসংবাদ/এবি

Link copied!