জুলাই ১, ২০২২, ০৪:৪১ পিএম
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম্রকাননে ধারণ করা হয়েছিল বিটিভিতে ইত্যাদির বিশেষ পর্ব। আম্রকাননের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে এ বিশেষ পর্বে । ইত্যাদির এই বিশেষ পর্বটি প্রচার হবে শুক্রবার (১ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে।
প্রতিবারের মতো এবারও ‘ইত্যাদি’র এই পর্বটিতে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন থাকছে। আমের শহর চাপাইনবাবগঞ্জ ও আম নিয়েও থাকছে একটি বিশেষ প্রতিবেদন । ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদনও থাকছে প্রতিবেদনে । খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিত প্রাণ, শিক্ষানুরাগী মানুষ কুতুবুদ্দিন আহমেদের ওপর একটি শিক্ষামূলক ভিডিও তৈরি করা হয়েছে দর্শকপ্রিয়দের জন্য।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের পাশে অবস্থিত অষ্টাদশ শতাব্দীতে বাংলার নবাবদের আবাসস্থল পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে একটি বিদেশি প্রতিবেদন করা হয়েছে ।চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে থাকছে একটি জমজমাট নৃত্যর দৃশ্য ।
দর্শকপর্বের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলকে ।গম্ভীরা পরিবেশনায় গম্ভীরা শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের লোকসংগীত নিয়ে দেখা যাবে । তাদের পরিবেশিত গান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে।
আরইউ