Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪,

ভারতের মণিপুরে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮১

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২, ২০২২, ০১:১৬ পিএম


ভারতের মণিপুরে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮১

ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। ধ্বংসস্তূপে এখনো আটকা আছেন আরও ৫৫ জন।

বৃহস্পতিবার (৩০ জুন) টুপুল রেল স্টেশনের কাছে ভূমিধসের এ ঘটনা ঘটে। সেখানে ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প ছিল।

উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তিনি বলেন, ‘৮১ জনকে আমরা হারিয়েছি। যাদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকা রয়েছেন।’

রাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে খারাপ ঘটনা বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

এদিকে উদ্ধারকাজ চালাতে কেন্দ্রীয় সরকার ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের পাঠিয়েছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনো ১৫ জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন ২৯ জন বাসিন্দাও। উদ্ধারকাজ এখনো চলছে।

সূত্র: ইন্ডিয়া ডট কম, আনন্দবাজার

Link copied!