Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

‍‍`দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু হবে‍‍`

সাহিদুল ইসলাম ভূঁইয়া

জুলাই ১০, ২০২২, ১০:১৯ এএম


‍‍`দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু হবে‍‍`

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম রোববার দুপুর ২টা থেকে শুরু করা হবে।

রোববার (১০ জুলাই) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, 'ঈদুল আজহা উপলক্ষে যে কোরবানি দেওয়া হবে, আমি সবাইকে অনুরোধ করব, খুব সুষ্ঠুভাবে, পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে যেন আমরা কোরবানি দিতে পারি। এরপর আমরা দুই মেয়র মিলে ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সব বর্জ্য অপসারণে দুপুর ২টা থেকে কার্যক্রম শুরু করব।'

ঈদ জামাতে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, 'আমি সবাইকে অনুরোধ করব, ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে সাহায্য করুন। আপনারা নির্দিষ্ট স্থানে বর্জ্যটা রেখে দিন। আমাদের সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ইতোমধ্যে মাঠে নেমেছে। জনগণের সহযোগিতা পেলে, আমরা আশা করি, খুব শিগগিরই সব বর্জ্য অপসারণ করতে পারব।'

Link copied!