Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ইসি

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৩, ২০২২, ০৫:২৪ পিএম


নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ইসি

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।  আগামী ১৭ জুলাই থেকে এই সংলাপ শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৭ জুলাই থেকে সকাল-বিকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনি সংলাপ করা হবে। প্রতিদিন চারটি দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার নিয়ে মত জানতে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন। সেখানে ২৮টির মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করে। তবে সেখানে অন্যতম রাজনৈতিক দল বিএনপিসহ ১১টি দল ইসির আমন্ত্রণ প্রত্যাখ্যান করে।

এবি

Link copied!