Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পুলিশে বড় ধরনের রদবদল

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৩, ২০২২, ০৮:৫৮ পিএম


পুলিশে বড় ধরনের রদবদল

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বাহিনীটির বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকারী সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩৮ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার উপসচিব ধনঞ্জয় কুমার সাহা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়ির কমান্ড্যান্ট মো. আওরঙ্গজেব মাহবুবকে ষষ্ঠ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক; অতিরিক্ত ডিআইজি পিটিসি নোয়াখালীর মো. রেজাউল করিমকে ঢাকা রেঞ্জের রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট; কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম ফজলুর রহমানকে ঢাকা এপিবিএনে; বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিমকে ঢাকা বিভাগের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি; ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসপি মো. মাসুদ করিমকে তৃতীয় এপিবিএনের অধিনায়ক হিসেবে পদায়ন করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলামকে সিআইডিতে; রাজশাহী মহানগরীর পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার (আরএমপি) মো. সুজায়েত ইসলামকে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অতিরিক্ত ডিআইজি; ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার (এসএস) এজাজ আহমেদকে ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি; খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে ঢাকার সিআইডির অতিরিক্ত ডিআইজি; আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মজিদ আলীকে ঢাকার পিবিআইয়ে; চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার এসপি মো. আনিছুর রহমানকে ১২ এপিবিএনের অধিনায়ক হিসেবে পদায়ন করা হয়েছে।

জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকতউল্লাহ খানকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলামকে ঢাকা অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি; সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথকে চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আর আর এফ) কমান্ড্যান্ট; চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খানকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার; ঢাকা পিবিআইয়ের এসপি মো. ইকবালকে খুলনা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি; ডিএমপির উপ কমিশনার (ডিসি) মো. আশরাফুল ইসলামকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি; সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শামসুল আলমকে ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলামকে ঢাকা এপিবিএনের অতিরিক্ত ডিআইজি; ঢাকার এসপিবিএনের এসপি মোহা. মনিরুজ্জামান কে ঢাকা এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, ঢাকা নৌ পুলিশের এসপি মো. ফরিদুল ইসলামকে সপ্তম এপিবিএনের অধিনায়ক; সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সানা শামীনুর রহমানকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি; রাজশাহী সারদার এসপি ড. মো: আব্দুস সোবাহানকে বেতবুনিয়া পিএসটিএস কমান্ড্যান্ট, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ওয়ালীদ হোসেনকে ঢাকার পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি; ডিএমপির ডিসি টুটুল চক্রবর্ত্তীকে ডিএমপির যুগ্ম কমিশনার, রংপুর মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মেহেদুল করিমকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি; চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের এসপি মোহাম্মদ হাসান বারী নূরকে ১৬ এপিবিএনে; পুলিশ অধিদপ্তর ঢাকা (টিআর পদে) এসপি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে ঢাকায় প্রথম এপিবিএনের অধিনায়ক; সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমেদকে ঢাকা পুলিশ অধিদফতরের (টিআর পদের বিপরীতে) অতিরিক্ত ডিআইজি; রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদারকে খুলনা রেঞ্জের রিজার্ভ ফোর্স (আরআরএফ) কমান্ড্যান্ট; বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ অধিদফতরের (ঢাকা টিআর) সহকারী মহাপরিদর্শক এআইজি মো. আব্দুর রাজ্জাককে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট; ঢাকা পুলিশ অধিদফতরের এআইজি মো. আলমগীর কবীরকে ঢাকা পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; ঢাকা এসবির এসপি মো. মনিরুজ্জামানকে ঢাকা হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির ডিসি মোছা. ফরিদা ইয়াসমিনকে ঢাকা হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি; ঢাকা পুলিশ অধিদফতরের এআইজি বেগম হাসিনা রহমানকে ঢাকা পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি; ঢাকা পুলিশ অধিদফতরের এআইজি রেবেকা সুলতানাকে ঢাকা পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; ঢাকা ১১ এপিবিএনের এসপি শাহিনা আমিনকে ১১ এপিবিএনের অধিনায়ক; ঢাকা সিআইডির এসএস রুমানা আক্তারকে ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি; গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) আলী আহমদ খানকে দ্বিতীয় আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকার এসপি মো. মারুফ হোসেন সরদারকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার বিপ্লব কুমার সরকারকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; রাজশাহী অঞ্চলের নৌ পুলিশের এসপি দীন মোহাম্মদকে নোয়াখালী পুলিশ ট্রেনিং কলেজের পিটিসি অতিরিক্ত ডিআইজি; পুলিশ অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এসআইজি) মোহাম্মদ শাহজালালকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার নাছিমা আক্তারকে ঢাকা অ্যান্টি টেরেরিজমের অতিরিক্ত ডিআইজি; ডিএমপির ডিসি শ্যামল কুমার মুখার্জীকে ঢাকা ইউনিটের হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; ডিএমপির ডিসি মো. সাজ্জাদুর রহমানকে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি; সিআইডির এসএস বিজয় বসাককে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) (অতিরিক্ত) কমিশনার; ডিএমপির ডিসি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে দশম এপিবিবিএনের অধিনায়ক হিসেবে পদায়ন করা হয়েছে।

সিআইডির এসএস মো. এনামুল কবিরকে ময়মনসিংহ ডিআইজি রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি; নড়াইলের এসপি প্রবীর কুমার রায়কে চট্টগ্রাম ডিআইজি রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ রির্জাভ ফোর্সের কমান্ড্যান্ট এম এ মাসুদকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার; সিরাজগঞ্জের এসপি হাসিবুল আলমকে ঢাকা পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; ডিএমপির ডিসি আ স ম মাহতাব উদ্দিনকে সিএমপির অতিরিক্ত কমিশনার; ডিএমপির ডিসি জয়দেব চৌধুরীকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; ঢাকা পুলিশ অধিদফতরের এআইজি মো. মহিউল ইসলামে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; ময়মনসিংহের এসপি মোহা. আহমার উজ্জমানকে ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি; ঢাকা ১৩ এপিবিএনের অধিনায়ক মো. রাশিদুল ইসলামকে ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

লক্ষীপুরের এসপি ড. এ এইচ এম কামরুজ্জামানকে ডিএমপির যুগ্ম কমিশনার; আরএমপির ডিসি এ এফ এম আনজুম কালামকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; সুনামগঞ্জের এসপি মো. মিজানুর রহমানকে ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি; ঢাকা এসবির এসএস মো. ফারুক হোসেনকে আরএমপির অতিরিক্ত কমিশনার; সিআইডির এসএস মো. দেলোয়ার হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার; ঝিনাইদহের এসপি মুনতাসিরুল ইসলামকে ঢাকা পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; সিআইডির এসএস মো. মিজানুর রহমানকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; চট্টগ্রামের এসপি এস এম রাশিদুল হককে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; সিআইডির এসএস সামসুন নাহারকে আরএমপির অতিরিক্ত কমিশনার; খুলনা রেঞ্জ রির্জাভ ফোর্সের কমান্ড্যান্ট মোছা. তাসলিমা খাতুনকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার; কুড়িগ্রামের এসপি সৈয়দা জান্নাত আরাকে সিআইডির অতিরিক্ত ডিআইজি; পুলিশ অধিদফতরের এআইজি তামান্না ইয়াসমিনকে ঢাকা রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; সিআইডির এসএস পংকজ চন্দ্র রায়কে ঢাকা নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

দিনাজপুর এসপি মোহাম্মদ আনোয়ার হোসেনকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; ঢাকা ডিআইজি রেঞ্জ অফিসের এসপি বেগম নাবিলা জাফরিন রীনাকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; রাঙ্গামাটির এসপি মীর মোদাছেছর হোসেনকে খাগড়াছড়ি এপিবিএনের বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি; বিএমপির ডিসি মো. মোকতার হোসেনকে র‌্যাবের অধিনায়ক; আরএমপির ডিসি মুহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; শিল্পাঞ্চল পুলিশ ইউনিট ৭-এর এসপি আবু আহাম্মদ আল মামুনকে বিএমপির অতিরিক্ত কমিশনার; বরিশালের এসপি মো. মারুফ হোসেনকে র‌্যাবের অধিনায়ক করা হয়েছে।

পুলিশ অধিদফতরের এআইজি খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির যুগ্ম কমিশনার; ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসের এসপি সৈয়দ হারুন অর রশীদকে ১৪ এপিবিএনের অধিনায়ক; রংপুর রেঞ্জ রির্জাভ ফোর্সের কমান্ড্যান্ট মু. মাসুদ রানাকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার; নওগাঁর এসপি আবদুল মান্নান মিয়াকে ঢাকা অ্যান্টি টেরোরিজমের অতিরিক্ত ডিআইজি; পুলিশ অধিদফতরের এআইজি মোহাম্মদ নাসিরুল ইসলামকে ঢাকা পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ জায়েদুল আলমকে ডিএমপির যুগ্ম কমিশনার; ডিএমপির ডিসি এস এম মেহেদী হাসানকে ডিএমপির যুগ্ম কমিশনার; কুমিল্লার এসপি ফারুক আহমেদকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

সিআইডির এসএস মাসুদ আহাম্মদকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি; হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. হেমায়েতুল ইসলামকে ঢাকা এন্টি টেরোরিজমের অতিরিক্ত ডিআইজি; খুলনা শিল্পাঞ্চল পুলিশের এসপি এম এ জলিলকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; সিলেট রেঞ্জর অফিসের এসপি নূরুল ইসলামকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশনের (এসপিবিএন-১) অধিনায়ক; পুলিশ অধিদফতরের এআইজি শাহজাদা মো. আসাদুজ্জামানকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; পুলিশ ব্যুরো ইনভেটিগেশনের (পিবিআই) এসপি মো. আতিকুর রহমানকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; ঢাকা এসবির এসএস মো. সায়াফুজ্জামান ফারুকীকে আরএমপির অতিরিক্ত কমিশনার; শিল্পাঞ্চল পুলিশের এসপি উত্তম কুমার পালকে আরএমপির অতিরিক্ত কমিশনার; নাটোরের এসপি লিটন কুমার সাহাকে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয়েছে।

লালমনিরহাটের এসপি আবিদা সুলতানাকে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; ডিএমপির ডিসি সঞ্জিত কুমার রায়কে ডিএমপির ডিসি; পুলিশ অধিদফতরের এআইজি শেহেলা পারভীনকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; পুলিশ অধিদফতরের সহকারী মহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; ঢাকা এপিবিএনের এসপি শামীমা আক্তারকে পঞ্চম এপিবিএনের অধিনায়ক; ফরিদপুর পিবিআইয়ের এসপি মো. মাহফুজুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; ঢাকা সিআইডির এসএস সৈয়দ আবু সায়েমকে চতুর্থ এপিবিএনের অধিনায়ক; সিএমপির ডিসি মো. ফারুক উল হককে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; জিএমপির ডিসি তানভীর মমতাজকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; কক্সবাজারের এসপি হাসানুজ্জামানকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

ফরিদপুরের এসপি আলিমুজ্জামানকে র‌্যাবের অধিনায়ক; সিআইডির এসএস মোহাম্মদ কামরুজ্জামানকে নবম এপিবিএনের অধিনায়ক; পটুয়াখালীর এসপি মোহাম্মদ শহীদুল্লাহকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; পাবনার এসপি মো. মহিবুল ইসলাম খানকে র‌্যাবের অধিনায়ক; সিলেটের এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিনকে সিএমপির অতিরিক্ত কমিশনার; শরীয়তপুরের এসপি এস এম আশরাফুজ্জামানকে রংপুর রেঞ্জ রির্জাভ ফোর্সের কমান্ড্যান্ট; সিআইডির এসএস কানিজ ফাতেমাকে ঢাকা এন্টি টেরোরিজমের অতিরিক্ত ডিআইজি; ঢাকা রেঞ্জের অফিসের এসপি বেগম সুলতানা নাজমা হোসেনকে ঢাকা এন্টি টেরোরিজমের অতিরিক্ত ডিআইজি; ডিএমপির ডিসি মো. জোবায়দুর রহমানকে এসএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

ঢাকা এসবির এসপি ফরিদা ইয়াসমিনকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি; ঢাকা হাইওয়ে পুলিশের এসপি মো. হামিদুল আলমকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমির সারদার অতিরিক্ত ডিআইজি; ঢাকা পুলিশ অধিদফতরের এআইজি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরীকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; ঢাকা পিবিআইয়ের এসপি মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জ রির্জাভ ফোর্সের অতিরিক্ত ডিআইজি, সিলেটের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে ডিএমপির যুগ্ম কমিশনার; আরএমপির ডিসি মো. মো. রশীদুল হাসানকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; ঢাকা ১২ এপিবিএনের অধিনায়ক মো. তোফায়েল আহমেদকে ১৩ এপিবিএনের অধিনায়ক; ঢাকা ট্যুরিস্ট পুলিশের এসপি সঞ্জয় কুমার কুন্ডুকে বিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

ডিএমপির ডিসি নিজামুল হক মোল্যাকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; ডিএমপির ডিসি মো. এমরান হোসেনকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; সিআইডির এসএস মো. সাইদুর রহমান খানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; ঢাকা রেলওয়ে পুলিশের এসপি মো. সাইফুল্লাহ আল মামুনকে ডিএমপির যুগ্ম কমিশনার; সিআইডির এসএস খান মুহাম্মদ রেজওয়ানকে এসপিবিএনের ২ অধিনায়ক; ঢাকা এসবির এসএস মো. আসাদ উল্লাহ চৌধুরীকে ঢাকা এন্টিটেরোরিজমের অধিনায়ক; সিএমপির ডিসি আমির জাফরকে অষ্টম এপিবিএনের অধিনায়ক; আরএমপির ডিসি মো. সাজিদ হোসেনকে কেএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

ঢাকা পুলিশ অধিদফতরের এআইজি বিধান ত্রিপুরাকে ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি; পুলিশের অধিদফতরের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নাতিপ্রাপ্ত মো. বেলাল উদ্দিনকে পুলিশের অধিদফতরের অতিরিক্ত ডিআইজি; কুমিল্লা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নরেশ চাকমাকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি; ঢাকা ট্যুরিস্ট পুলিশের এসপি ড. একেএম ইকবাল হোসেনকে বরিশাল রেঞ্জ রির্জাভ ফোর্সেস কমান্ড্যান্ট; ঢাকা ডিআইজি রেঞ্জ অফিসের এসপি মো. জিয়াউল হককে জিএমপির অতিরিক্ত কমিশনার এবং কিশোরগঞ্জের এসপি মো. মাশরুকুর রহমান খালেদকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

ইএফ

Link copied!