Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দেশে  সারের সংকট হবে না : কৃষিমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২০, ২০২২, ০৫:৫৭ পিএম


দেশে  সারের সংকট হবে না : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক  জানিয়েছেন, দেশে সারের সংকট হবে না। সৌদি আরব, কাতারসহ কয়েকটা দেশের সঙ্গে আমাদের চুক্তি আছে। টাকা-পয়সার ক্ষতি হবে, তবে সারের সংকট হবে না।

বুধবার (২০ জুলাই) সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিকল্প উৎস থেকে সার আনার চেষ্টা করছি। যাতে যমুনা ফার্টিলাইজার ও চট্টগ্রাম ফার্টিলাইজারকে ফাংশনাল করা যায়। এটা নিয়ে আমরা কথা বলছি।

আবদুর রাজ্জাক বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত ইউরিয়ার দাম ১৯ টাকা, যা আন্তর্জাতিক বাজারে ৭০ থেকে ৮০ টাকা। এরপরও আমরা সরকারকে ১৬ টাকায় ইউরিয়া দিচ্ছি। পৃথিবীর কোনো দেশই এটা দিতে পারবে না।

তিনি বলেন, আমরা পটাশিয়াম, ফসফরাস, বিওপি আগামী বোরো মৌসুমের জন্য পর্যাপ্ত মজুদ করেছি। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তবে গ্যাসের জন্য উৎপাদন বন্ধ থাকায় ইউরিয়া নিয়ে একটু শঙ্কিত। কিন্তু আমরা এরই মধ্যে উদ্যোগ নিয়েছি। বিকল্প উৎস থেকে সার আনার চেষ্টা করছি। তারপরেও যে মজুত আছে তাতে আশা করছি সংকটের হবে না।

এবি

Link copied!