Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পুলিশের সব স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত রাখতে নির্দেশনা আইজিপির

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২০, ২০২২, ০৬:১০ পিএম


পুলিশের সব স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত রাখতে নির্দেশনা আইজিপির

বিদ্যুৎ সাশ্রয়ে পুলিশের সব স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (২০ জুলাই) বেলা ১টায় পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন তিনি।

এ সময় তিনি বলেন, আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি। মাননীয় প্রধানমন্ত্রীর এ আহ্বান মেনে চলার জন্য সব পুলিশ সদস্যের প্রতি অনুরোধ রইলো। জাতীয় স্বার্থে দেশের কল্যাণে আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

তিনি পুলিশ হেডকোয়ার্টার্সসহ বাংলাদেশ পুলিশের সব স্থাপনায় বৈদ্যুতিক বাতি এবং এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন। এছাড়া দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তিনি।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি

Link copied!