Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঈদের ছুটির তিনদিনে ৯৯৯-এ ফোন এসেছে ৬০ হাজার

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৩, ২০২২, ০৯:০৬ পিএম


ঈদের ছুটির তিনদিনে ৯৯৯-এ ফোন এসেছে ৬০ হাজার

পবিত্র ঈদুল আজহার ছুটির তিনদিনে (১০-১২ জুলাই) ৯৯৯ এ ফোন আসে ৬০ হাজারের বেশি। এসব ফোনকলে সবচেয়ে বেশি মারামারি, হামলা ও দুর্ঘটনার তথ্য দেওয়া হয়। এছাড়া ৯৯৯ সংশ্লিষ্ট নয় এমন কলও রয়েছে এর মধ্যে।

তবে প্রধান সমস্যা সমাধানে ঈদের আগের দিন ৯ জুলাই জাতীয় জরুরি সেবা নম্বরে দেশের বিভিন্ন এলাকা থেকে কল আসে ৬৫৪টি, ঈদের দিন ৬৭৩টি ও ঈদের পরের দিন বিভিন্ন প্রান্ত থেকে সর্বোচ্চ কল আসে ৮৬৯টি।

জাতীয় জরুরি সেবা থেকে পাওয়া কলের তালিকা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

১০টি প্রধান সমস্যার তথ্য জানিয়ে ঈদের তিনদিনে কল আসে ২ হাজার ১৯৬টি। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ঈদে বাড়ি ফেরা ও ঘুরতে বেড়িয়ে দুর্ঘটনায় পড়ার তথ্য জানিয়ে কল আসে ২৪৬টি, বাসায় অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্স ও হাসপাতাল সংক্রান্ত সহযোগিতা চেয়ে কল করেন ২৫৫ জন।

এছাড়া অগ্নিকাণ্ড সংক্রান্ত তথ্য জানিয়ে কল করেন ১৪৯ জন। ঈদের ছুটিতে উচ্চস্বরে গান-বাজনা ও মাইকিংসহ বিভিন্ন শব্দ দূষণের প্রতিকার চেয়ে ১৪৬ জন ভুক্তভোগী কল করেন।

ইএফ

Link copied!