Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ নতুন দিগন্ত উন্মোচন করেছে: সমাজকল্যাণমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৮, ২০২২, ০৬:৩৮ পিএম


জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ নতুন দিগন্ত উন্মোচন করেছে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন,  জিটুপি (গভর্নমেন্ট টু পার্সন)  পদ্ধতিতে ভাতা বিতরণ নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ পদ্ধতিতে ভাতাভোগীরা নির্বিঘ্নে ভাতা পাচ্ছেন।

মন্ত্রী বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদফতর মিলনায়তনে সমাজসেবা অধিদফতরের বিদায়ী মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম এর বিদায় ও নবনিযুক্ত মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল এর বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

সমাজসেবা অধিদফতরের পরিচালক(প্রশাসন ও অর্থ) সৈয়দ মোঃ নুরুল বাসিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

মন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক নিরাপত্তা খাতে বিপ্লব সূচিত হয়েছে।  প্রায় এক কোটি পাঁচ লক্ষ লোক ভাতার আওতায় এসেছে। এ ভাতা মানুষের জীবন মানে ইতিবাচক পরিবর্তন এনেছে।

করোনা অতিমারী চলাকালীন সকল ভাতাভোগীর ডাটাবেইজ তৈরি করে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে মন্ত্রী বলেন, এ পদ্ধতিতে ভাতা বিতরণ ডিজিটাল বাংলাদেশের ফলে সম্ভব হয়েছে।

সমাজিক নিরাপত্তা খাতে এ পদ্ধতি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সমাজসবা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মচারীদের আন্তরিকতায় মানুষ ঘরে বসে ভাতার অর্থ গ্রহণ করছে।

Link copied!