Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪,

সুন্দরবনে বাঘ রয়েছে ১১৪টি: হাবিবুন নাহার

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৯, ২০২২, ০২:৩৫ পিএম


সুন্দরবনে বাঘ রয়েছে ১১৪টি: হাবিবুন নাহার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১১৪টি।

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুক্রবার (২৯জুলাই) সকালে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুযায়ী এ বনে বাঘের সংখ্য ১১৪টি।  তিনি বলেন, আমি প্রায়ই সুন্দরবনে যাই এবং খোঁজ খবর রাখি, আশা করছি সুন্দরবনে এখন বাঘের সংখ্যা আরো বাড়ছে।

তিনি আরো বলেন, সুন্দরবনে আবারো শুরু হচ্ছে বাঘ শুমারি। এ বিষয়ে ইতিমধ্যে প্রকল্প অনুমোদন হয়েছে। তবে এখনো কোনো অর্থছাড় হয়নি।  

এদিকে বনবিভাগ সূত্রে জানা গেছে, আগামী অক্টোবরে সুন্দরবনে আবারো বাঘ শুমারি শুরু হওয়ার কথা রয়েছে। ক্যামেরা ফাঁদ পদ্ধতিতে চার মাস চলবে এ কার্যক্রম। ‘সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প’র আওতায় ওই কাজ করা হবে। বাঘ গণনার পাশাপাশি গণনা করা হবে বাঘের খাদ্য হিসেবে বিবেচিত বনে থাকা হরিণ ও শুকরের সংখ্যাও। গত ২৩ মার্চ প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

প্রকল্পের আওতায় বাঘ, হরিণ, শুকরের সংখ্যা নির্ধারণের পাশাপাশি সুন্দরবনের বাঘ স্থানান্তর, অন্তত দুটি বাঘে স্যাটেলাইট কলার স্থাপন ও মনিটরিং করা, বাঘের পরজীবীর সংক্রমণ ও অন্যান্য ব্যাধি এবং মাত্রা নির্ণয়, উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ কার হবে।

এবি

Link copied!