Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৭, ২০২২, ০৪:২৩ পিএম


ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রায় ১৯ ঘণ্টার সফর শে‌ষ সফর শেষে ঢাকা ছেড়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

রোববার (৭ আগস্ট) সকাল ১০টা ৪৫ মি‌নিটে একটি ফ্লাইটে করে তিনি মঙ্গো‌লিয়ার উদ্দেশে যাত্রা করেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াং ইকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সফরে তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। বৈঠকে চারটি চুক্তি স্বাক্ষর করেছে দুটি দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্স শিক্ষাবিষয়ক চুক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় চুক্তি, সাংস্কৃতিক বিনিময়সহ মোট চারটি চুক্তি করা হয়।

সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

এর আগে শনিবার (৬ আগস্ট) বিকেল চীনা এ পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় পৌঁছালে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

পরে ওয়াং ই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার সঙ্গে ছিলেন। এরপর জাদুঘরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।

এবি

Link copied!