Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৭, ২০২২, ০৮:২৩ পিএম


ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ঢাকা নারায়ণগঞ্জ বাসভাড়া ৪৫ টাকা থেকে ৬৫ টাকা আদায় করা হচ্ছিল। পরে সরেজমিনে পরিদর্শন করে বাসভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন থেকে ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করা হয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ঢাকা নারায়ণগঞ্জ বাসভাড়া ৪৫ টাকা থেকে ৬৫ টাকা আদায় করা হচ্ছিল। এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলে বাস মালিকরা ভাড়া কমাতে রাজি হননি। পরে জেলা প্রশাসন থেকে সরেজমিনে ঢাকা নারায়ণগঞ্জ যাতায়াত করে ভাড়া নির্ধারণে কমিটি করে দেওয়া হয়। সেই কমিটি সরেজমিনে পরিদর্শন শেষে ৫৫ টাকা ভাড়া নির্ধারণ করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ ইসমত আরা বলেন, আমরা সরেজমিনে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাবার পথে ১৯ দশমিক ৫ কিলোমিটার ও আসার পথে ২১ দশমিক ২০ কিলোমিটার পাই। ভাড়া হিসাব করলে যাবার পথে ২ টাকা ৪০ পয়সা হিসেবে ৫২ টাকা ও আসার পথে ৫৮ টাকা হয়। দুটোর সমন্বয় করে ঢাকা নারায়ণগঞ্জ বাসভাড়া ৫৫ টাকা করা হয়েছে। এ ভাড়া আজ থেকেই কার্যকর করা হবে। এর ব্যতিক্রম হলে নির্ধারিত মোবাইল টিমের তদারকিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এবি

Link copied!