Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

২১ আগস্ট বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২০, ২০২২, ০৯:৫২ পিএম


২১ আগস্ট বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রোববার (২১ আগস্ট) গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর প্রেস ক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই রাস্তাগুলো সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। এসব এলাকায় চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে ভিন্ন সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে এক রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলা হয়। সেদিন মুহুর্মুহু গ্রেনেড হামলায় ২২টি তাজা প্রাণ ঝরে যায়।

 

Link copied!