Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দেশের উন্নয়নে যা করেছি তা পৃথিবীতে বিরল: প্রধানমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২২, ২০২২, ০১:১০ পিএম


দেশের উন্নয়নে যা করেছি তা পৃথিবীতে বিরল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালে থামলে হবে না, আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমাদের উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে হবে। 

একশো বছরের ব-দ্বীপ পরিকল্পনা প্রণয়ন করেছি আমরা। কারণ বাংলাদেশ ব-দ্বীপের একেক অঞ্চলের একেক সমস্যা। সেদিকে খেয়াল রেখেই এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। 

তিনি আরো বলেন, ২১০০ সালের ডেল্টা প্লান, সেটাও করে দিয়ে যাচ্ছি। উন্নয়নটা যেন সবসময় টেকসই হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। দেশের উন্নয়নে যা করেছি তা পৃথিবীতে বিরল, সেটা আর কেউ করেনি।

সোমবার (২২ আগস্ট) সকালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র শিল্পায়ন যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পণ্যের বহুমুখীকরণ করতে হবে।

তিনি আরো বলেন, এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করতে হবে। সুতরাং তাদের কল্যাণেই আমাদের কাজ করতে হবে। তাহলেই আমাদের এ দেশ এগিয়ে যাবে এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে।

দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জীবনমান উন্নয়ন এবং অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে শেখ হাসিনা বলেন, একটা ঘর যখন আমি দিলাম, সে তখন উৎপাদন করছে। সে গাছ লাগাচ্ছে, আরও নানা কাজ করছে। এটিও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।

প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যার যার কর্তব্য যেখানে সেটা তো করবেনই, তার পাশাপাশি মানুষের বিভিন্ন সমস্যা নিয়েও কাজ করবেন কর্মকর্তারা- তাই আমরা দেখতে চাই।


আমারসংবাদ/টিএইচ

Link copied!