Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্যাংক, স্কুল ও সরকারি অফিসের নতুন সময়সূচি

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২২, ২০২২, ০২:৫১ পিএম


ব্যাংক, স্কুল ও সরকারি অফিসের নতুন সময়সূচি

২৪ আগস্ট (বুধবার) থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আমনের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এটা শুধু আমাদের দেশের একক সমস্যা নয়। গোটা বিশ্বে এখন সংকট চলছে।

এসময় সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মিতব্যয়ী হওয়ারও অনুরোধ জানান তিনি।

 

কেএস 

Link copied!