Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এবার গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের সময়সূচি ঘোষণা

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২২, ২০২২, ০৪:৩১ পিএম


এবার গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের সময়সূচি ঘোষণা

আমনে সেচের সুবিধার জন্য এবার গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের সময়সূচি ঘোষণা করেছে সরকার। আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোনো লোডশেডিং থাকবে না। এ সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও চলতি বছরের জুলাই মাসের ১৯ তারিখ থেকে সারা দেশে এলাকাভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিং ব্যবস্থা চালু করে সরকার। সে হিসেবে প্রতিদিনই এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করে আসছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। 

তবে নির্দেশনায় এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা থাকলেও গ্রামে বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকত না। যার ফলে আমন চাষীদের ক্ষতির মুখে পড়তে হয়। 

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া বৈঠকে আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও সব স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। 

ব্যাংকগুলো ৯ থেকে ৪টা পর্যন্ত খোলা থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

উল্লেখ্য, গত মাসে বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিং মল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!