Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৩, ২০২২, ০৫:৪৭ পিএম


জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম

নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সর্বোচ্চ ১৫০ আসনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ।

মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।

সোমবার এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দল, আইন, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ, প্রধানমন্ত্রী কার্যালয়ের শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে পাঠায় নির্বাচন কমিশন।

এর আগে ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি এবং সমর্থন দুটোই রয়েছে বলে জানিয়েছিল ইসি।

তবে তিন শ সংসদীয় আসনের মধ্যে দেড় শ আসনে ইভিএমে ভোট নেওয়া নির্বাচন কমিশনের পক্ষে কঠিন হয়ে যাবে। যদি নতুন মেশিন কেনা না হয়, তাহলে ৮০টির মতো আসনে ইভিএমে ভোট করা সম্ভব।

এবি

Link copied!