Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

চালের দাম আরও কমবে: খাদ্যমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৫, ২০২২, ০৫:৪৩ পিএম


চালের দাম আরও কমবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের দাম আরও কমবে। চালের দাম গত সপ্তাহে যেটা বেড়েছে, সেটা কমতে শুরু করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচি ও খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) চালু হরে দাম আরও কমবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

খাদ্য আমদানির বিষয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্য আমদানির ক্ষেত্রে সবকিছু ‘ক্লিয়ার’ আছে, দেখবেন গম আসতে থাকবে, চাল চাল আসতে থাকবে।

এর আগে, গত ১৪ আগস্ট খাদ্যমন্ত্রী বলেছিলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫০ লাখ পরিবারের চার কোটি মানুষকে লক্ষ্য করে ব্যাপকভাবে ওএমএস কার্যক্রম শুরু হবে। এর ফলে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে।

তিনি আরও বলেন, আমাদের দুই হাজার ১৩ জন ডিলার আছে। প্রত্যেক ডিলার প্রতিদিন দুই টন করে চাল পাবে। ভোক্তারা মাসের হিসাবে ১৫ টাকা প্রতি কেজি দরে ৩০ কেজি চাল পাবেন। এই কর্মসূচি জেলা শহর, পৌরসভা বা সিটি এলাকায় একযোগে চলবে।

এবি

Link copied!