আগস্ট ২৬, ২০২২, ০৩:০২ পিএম
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নামাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে তার মরদেহ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আনা হয়। জুমার নামাজ শেষে জানাজা পড়ান জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মো. রুহুল আমিন। জানাজায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল।
জানাজার আগে কাজী হাবীবুল আউয়াল বলেন, আমার কাছে তার পরিচয় একজন লেখক হিসেবে। ইতিহাস নিয়ে বেশ ভালো কিছু লেখা লিখেছেন। উনি লেখক হিসেবেই যেন বেঁচে থাকেন।
মাহবুব তালুকদারের ছেলে কানাডাপ্রবাসী শোভন মাহবুব বলেন, আমার বাবা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কথা ও কাজে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তা হলে তাকে মাফ করে দেবেন।
জানা গেছে, মাহবুব তালুকদারের দাফন রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে হবে। বৃহস্পতিবার তার মেয়ে আইরিন মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।
এবি