Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠক বিকেলে

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৩১, ২০২২, ০২:০০ পিএম


বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠক বিকেলে

ডিজেলের দাম কমানোর প্রেক্ষিতে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে ভাড়া কমানোর বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

সোমবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রাজধানীর গুলিস্তান, পল্টন, মহাখালী, বংশাল, ফার্মগেট, যাত্রাবাড়ী, গাবতলী, রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, এখনো আগের ভাড়াই নেওয়া হচ্ছে। কোথাও কোথাও বাড়তি ভাড়ার চেয়ে বেশিও আদায় করা হচ্ছে।

ভাড়া কিলোমিটারে ৩৫ পয়সা বাড়লেও বাস্তবে বাসে ভাড়া বেড়েছে ৫, ১০, ১৫, ২০ টাকা—এভাবে।

এমন পরিস্থিতিতে কিলোমিটারপ্রতি পাঁচ পয়সা ভাড়া কমালে এর কোনো সুফল যাত্রীরা পাবেন না বলে মনে করছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। 

তিনি বলেন, ‘২০১৬ সালের ঘটনা নিশ্চয়ই আমাদের মনে আছে। তখন তিন পয়সা ভাড়া কমানো হলেও যাত্রীদের কোনো লাভ হয়নি। এখনো কোনো লাভ হবে না। ’

তবে এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, ‘ভাড়া কত কমছে, এটা এখনই বলা যাচ্ছে না। সব পক্ষ বসে আলোচনা করেই নতুন ভাড়া নির্ধারণ করা হবে। ’

 

টিএইচ

Link copied!