Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গুরুত্ব অনুযায়ী তিন রঙে চিহ্নিত হবে সড়ক: মেয়র তাপস

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৫:২৭ পিএম


গুরুত্ব অনুযায়ী তিন রঙে চিহ্নিত হবে সড়ক: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিএসসিসির আওতাধীন সড়কগুলো তিন রঙে চিহ্নিত করা হবে। সড়কগুলোর গুরুত্ব অনুযায়ী লাল, হলুদ ও সবুজ রঙে চিহ্নিত হবে। যা আগামী সপ্তাহ থেকে শুরু হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হকার্স মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক লাল রঙে চিহ্নিত হবে, এ সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে হকার উচ্ছেদ করা হবে। আগামী সপ্তাহ থেকে হাঁটার পথ থেকে হকার সরানোর কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, গুরুত্ব অনুযায়ী কিছু সড়ক হলুদ ও সবুজ চিহ্নিত করা হবে। হকার্স মার্কেটকে দশতলা বিপণিবিতান করব। যেখানে তাদের পুনর্বাসন করা হবে। আগামী দুই বছরের মধ্যে ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হবে।

এবি

মেয়র তাপস আরও বলেন, আমরা খেলার মাঠ ও পার্ক নিয়ে হাজার প্রতিকূলতায় রয়েছি। কোনো সুনির্দিষ্ট এলাকায় সুনির্দিষ্ট মাঠে ও পার্কের বিষয়ে অভিযোগ পেলে, তা উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করব।

Link copied!