Amar Sangbad
ঢাকা রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪,

শেষবারের মতো শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হলেন ড. আকবর আলি খান

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৯, ২০২২, ০১:৫২ পিএম


শেষবারের মতো শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হলেন ড. আকবর আলি খান

শেষবারের মতো গুলশানের বাসায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খান। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হাসপাতাল থেকে তার লাশ গুলশান-১ এর বাসায় নেওয়া হয়। তার আগে সকাল থেকেই অনেকে ভিড় করছিলেন লাশের অপেক্ষায়।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টাকে শ্রদ্ধা জানাতে আসেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কবি সোহরাব হোসেন, সাবেক দুদক চেয়ারম্যান গোলাম রহমান, সরকারি সাবেক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও তার স্বজনরা।

শ্রদ্ধা জানানো শেষে কবি সোহরাব হোসেন বলেন, আকবর আলি খান তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। তিনি সব সময় যে সত্য লিখেছেন, সেই লেখনীর মাধ্যমে তিনি বেঁচে থাকবেন।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, বাংলাদেশের পানি সম্পদ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও তার নিজের আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড এই তিনটি বই লেখা ও প্রকাশের কথা ছিল। কিন্তু তার আগেই আকবর আলি খান চলে গেলেন। তার লেখনির মাধ্যমে জাতি তাকে স্মরণ রাখবে।

আকবর আলি খানের ছোট ভাইয়ের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, পরিবার ও আত্মীয়দের সঙ্গে তার সম্পর্ক সব সময় ভালো ছিল। দীর্ঘদিন তিনি একা ছিলেন। স্ত্রীকে হারিয়ে বয়স্ক শাশুড়িকে তিনি দেখাশুনা করেছেন।

শুক্রবার বাদ জুমা গুলশান আজাদ মসজিদে আকবর আলি খানের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে মারা যান আকবর আলি খান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

এসএম

Link copied!