Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হাতিয়ায় ৩২০০ লিটার ডিজেল জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৮:১৫ পিএম


হাতিয়ায় ৩২০০ লিটার ডিজেল জব্দ

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩২০০ (১৬ ব্যারেল) লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, হাতিয়া স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে ৩২০০ মিটার (১৬ ব্যারেল) চোরাই ডিজেল জব্দ করে। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিসিজি স্টেশন হাতিয়া।

পরে জব্দকৃত চোরাই ডিজেল উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর বরাবর প্রেরণ করা হয় বলে জানিয়েছেন  কোস্ট গার্ডের দক্ষিণ জোন হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শফিউল কিঞ্জল।

তিনি বলেন,এমন বিশেষ অভিযান ভবিষ্যতে আরো অব্যাহত থাকবে।

এসএম

Link copied!