Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তথ্য মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার বিতরণ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৬:৫৪ পিএম


তথ্য মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার বিতরণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর সংস্থাগুলোর মনোনীত কর্মচারিদের হাতে ২০২১-২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার তুলে দিয়েছেন মন্ত্রী ড. হাছান মাহমুদ।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কাউসার আহাম্মদ, আইন কর্মকর্তা মো: সাঈদুর রহমান গাজী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: রেজাউল করিম ও অফিস সহায়ক মোসাম্মদ সেলিনা বেগমের হাতে শুদ্ধাচার পুরস্কারের সনদ, ক্রেস্ট ও একমাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেন মন্ত্রী।

মন্ত্রণালয়ের সচিব মো: মকবুল হোসেন, তিন অতিরিক্ত সচিব মো: ফারুক আহমেদ, খাদিজা বেগম এবং ড. মো: জাহাঙ্গীর আলম এসময় উপস্থিত ছিলেন।

এবি

Link copied!