নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২২, ০৮:০৫ পিএম
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২২, ০৮:০৫ পিএম
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২৯টি পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রতিটি পূজা মণ্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি।
ঘনিয়ে আসছে পূজার সময়, তাই প্রতিদিনই পূজা মণ্ডপগুলোতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। সরজমিন পরিদর্শনে জানা গেছে, নান্দাইল উপজেলার পৌর সদরের ১০টি পূজা মণ্ডপ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব শুরু হবে। তাই হিন্দু ধর্মাবলম্বী মানুষের মাঝে চলছে বিপুল উৎসাহ উদ্দীপনা।
দুর্গাপূজাকে উপলক্ষে করে পূজা উদযাপন কমিটির লোকজন ব্যস্ত সময় পার করছে নেতৃবৃন্দ ও প্রতিমা শিল্পীরা। পাশাপাশি হিন্দু নর-নারীরা পূজার কেনা-কাটা সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সময় পার করছে। এদিকে দিনরাত মাটি ও তুলি হাতে পরিশ্রম করে যাচ্ছে প্রতিমা শিল্পী।
এবারের দুর্গাপূজায় প্রতিমা শিল্পীরা দুর্গাদেবী সহ অন্যান্য দেবী-দেবতার প্রতিমাগুলোতে নান্দনিক শিল্পকর্ম ফুটিয়ে তোলার চেষ্টা করছে। একেক জন একেকভাবে তথা ব্যতিক্রম কিছু দেখাতে চাচ্ছে প্রতিমার সাজ-অলংকরণে। এ যেন প্রতিমা শিল্পীদের এক অনন্য প্রতিযোগিতা। তবে পূজা মণ্ডপ পরিচালানকারীদের আর্থিক অবস্থার উপরও নির্ভর করছে প্রতিমার সৌন্দর্যবর্ধন ও অনুষ্ঠানের আয়োজন।
পৌর সদরের শ্রী শ্রী কালি মন্দির পূজা মণ্ডপ, নান্দাইল বাজার সার্বজনীন পূজা মণ্ডপ, চন্ডিপাশা দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ, চন্ডিপাশা বর্মনপাড়া, দক্ষিণপাড়া অরুণ বাবুর বাড়ি সার্বজনীন পূজা মণ্ডপ, এসো পূজা করি সংঘ পূজা মণ্ডপ, নাথাপাড়া দক্ষিণ পূজা, সোনালী ব্যাংক সংলগ্ন পূজা মণ্ডপ, বাচ্চু সাহার বাসা পূজা মণ্ডপ ও স্বপন সাহার বাসা পূজা মণ্ডপ সহ বিভিন্ন ইউনিয়নের উল্লেখ যোগ্য মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে চন্ডিপাশা দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও প্রবীণ শিক্ষক শোভা কনা সাহা বলেন, প্রতি বছর দুর্গা উৎসবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা সবসময় প্রশাসনের নিরাপত্তা সহ সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছি। সার্বজনীন এ পূজা মণ্ডপে দুর্গাদেবীর সকল ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সবসময় দেখার মতো হয়, আর আনন্দ উৎসবে মুখরিত হয় পূজা মণ্ডপ চত্বর।
নান্দাইল উপজেলা পূজা উদযাপন পষিদের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা বলেন, বর্তমান সরকারের আমলে আমরা বিভিন্ন সময়ে যথেষ্ট দান-অনুদান সহ প্রশাসনিক নিরাপত্তা পেয়ে থাকি। এছাড়া নান্দাইলের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি ও ইউনিয়ন চেয়ারম্যানদের সহযোগিতায় এ পর্যন্ত সফলতার সহিত বিভিন্ন পূজা উৎসব উদযাপন করে আসছি। আশা করছি এবারও সফলতার সহিত শারদীয় দুর্গা পূজা সম্পন্ন হবে। বাকীটুকু মা দুর্গাদেবী ও ভগবানের কৃপা।
এসএম