Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৪:২০ পিএম


বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যে অনুষ্ঠিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

এ খবর জানার পর পর বিশ্বজয়ী তাকরিমকে অভিবাদন জানাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকরিমকে অভিনন্দন জানানো হচ্ছে।

হাফেজ তাকরিমকে অভিবাদন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও।

তাকরিমের অর্জনে শুকরিয়া জ্ঞাপন করেছেন তিনি।  

শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিমন্ত্রী লিখেছেন— ‘পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১ দেশের ১৫৩ জনের মধ্যে কুরআনের সুমিষ্ট স্বরের পাখি বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম তৃতীয় স্থান অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। পুরস্কার হিসাবে পেয়েছে সাড়ে সাঁতাইশ লাখ টাকা।’

প্রসঙ্গত, সৌদি আরবের পবিত্র মক্কায়  ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন’ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন ফেজ সালেহ আহমদ তাকরিম।  

সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। তিনি গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম প্রতিষ্ঠিত ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি ঢাকা’র হিফজ বিভাগের শিক্ষার্থী।

Link copied!