Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সর্বোচ্চ সতর্কাবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১, ২০২২, ১২:৪৮ এএম


সর্বোচ্চ সতর্কাবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

সনাতনীয় ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে কড়া নিরাপত্তায় রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

শনিবার (১ অক্টোবর) পূজার প্রথম দিন থেকে আগামী বুধবার পর্যন্ত সর্বোচ্চ সতর্কাবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হঠাৎ দেশজুড়ে অন্তত ৫০ জন যুবকের বাড়ি ছেড়ে জঙ্গি সংগঠনে জড়িয়ে যাওয়ার আশঙ্কার বিষয়টিকেও সবচেয়ে বেশি নিরাপত্তা বিবেচনায় রাখা হয়েছে।

জানা গেছে, গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর তালিকা করে প্রতিটি মণ্ডপ ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক আনসার সদস্যের পাশাপাশি র‌্যাব-পুলিশের সদস্যরা টহলে থাকবেন। মাঠপর্যায়ে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, গুজব প্রতিরোধ, সিসিটিভি ক্যামেরা, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, র‌্যাবের হেলিকপ্টারসহ স্ট্রাইকিং ফোর্স ও ডগ স্কোয়াড ইউনিট প্রস্তুত থাকবে।

পুলিশ কর্মকর্তারা জানান, দুর্গাপূজা ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি বা হামলার তথ্য পাওয়া যায়নি। তারপরও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে শতভাগ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
 

ইএফ

Link copied!